ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নারী দিবসে শিশু একাডেমিতে দিনব্যাপী মেলা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
নারী দিবসে শিশু একাডেমিতে দিনব্যাপী মেলা

চট্টগ্রাম: নারী দিবস উপলক্ষে ‘অগ্রগতির মূলকথা নারী-পুরুষ সমতা’ এ শ্লোগানে শিশু একাডেমি প্রাঙ্গনে দিনব্যাপী মেলার আয়োজন করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসন।

এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৮টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানাউল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) তানভীর আজম ছিদ্দিকী এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

শোভাযাত্রায় মহিলা বিষয়ক অধিদপ্তর, বিআরডিবি চট্টগ্রাম, বিটা, ওয়ার্ল্ড ভিশন, কারিতাস, ঘাসফুল, ইলমা, ব্র্যাক, ইপসা, নির্মল ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা উন্নয়ন সমিতি ব্যাটারি গলি, নিলাম্বর মহিলা সমিতি, সিএসডিএফ, অপকা, সার্প, মাইশা, স্পিড বাংলাদেশ, প্রভৃতি নারী ঐক্য, চান্দগাঁও দারিদ্র বিমোচন মহিলা উন্নয়ন সমিতি, সমতা মহিলা সমাজ উন্নয়ন সংস্থা, সবুজের যাত্রা, এলজিইডিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।


শোভাযাত্রাটি শিশু একাডেমি প্রাঙ্গণে পৌঁছার পর ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব আবদুল মান্নান। মেলায় ১০টি স্টলের মাধ্যমে নারী উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম তুলে ধরেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, জেলা পরিষদ চট্টগ্রাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বিভাগীয় তথ্য অফিস, ওয়ার্ল্ড ভিশন, ওসিসি, লিগ্যাল এইড চট্টগ্রাম, সিএসডিএফ, সবুজের যাত্রা, সমাজসেবা অধিদপ্তর ও কন্থা ফ্যাশন।

সভায় আরও বক্তব্য রাখেন আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম, ইলমার নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা পারু এবং ডা.স্যামুয়েল প্রানতোষ সাংমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কর্মক্ষেত্রে নারীদের অবদান ক্রমশ বাড়ছে। বর্তমানে ১ কোটি ৬২ লাখ নারী কর্মক্ষেত্রে প্রবেশ করেছে। সাহসিকতার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে নারীরা সাফল্য অর্জন করছে। অথচ ১০ বছর আগেও নারীর এ অবস্থান কল্পনা করা যেতনা।

আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ওয়ার্ল্ড ভিশন চাইল্ড ফোরাম। সবশেষে বিটা’র পরিবেশনায় নাটক আঁচল পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ঘণ্টা, মার্চ ০৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।