ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিরোধিতাকারীরা চট্টগ্রাম বিদ্বেষী’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
‘মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিরোধিতাকারীরা চট্টগ্রাম বিদ্বেষী’

চট্টগ্রাম: যারা চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের বিরোধিতা করছেন তারা চট্টগ্রাম বিদ্বেষী বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে এক সমাবেশে মহিউদ্দিন বলেন, চট্টগ্রামে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি, সম্মিলিত দাবি।

যারা না বুঝে এ দাবির বিরোধিতা করছেন, বিতর্ক সৃষ্টি করছেন তারা শুধু  চট্টগ্রাম বিদ্বেষীই নন, জাতীয় স্বার্থ বিরোধী।

মহিউদ্দিন চৌধুরী বলেন, যারা ভাবছেন, মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হলে চাকুরি হারাবেন তারা ভুল ভাবছেন।
আপনাদের ভুল মানসিকতা পরিহার করুন। আমি মহিউদ্দিন চৌধুরী আপনাদের পাশে আছি। যদি সেই ধরনের কোন পরিস্থিতি হয়, আমি আপনাদের নিয়ে প্রতিরোধ করব। সুতরায় না জেনে-বুঝে বিরোধিতা করবেন না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, স্বাচিপের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা.শেখ শফিউল আজম, সাধারণ সম্পাদক ডা.নাছির উদ্দিন মাহমুদ, সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান বাবুল, চমেকের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগ্রোডিয়ার জেনারেল শহিদুল গণি, পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান।

বাংলাদেশ সময়: ২০০৬ঘণ্টা, মার্চ ০৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।