ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসায়ীদের চিহ্নিত সমস্যা সমাধানে পরামর্শক কমিটি গঠন: তোফায়েল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
ব্যবসায়ীদের চিহ্নিত সমস্যা সমাধানে পরামর্শক কমিটি গঠন: তোফায়েল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘দু’য়েকদিনের মধ্যে ব্যবসায়ীদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের পরামর্শ নিয়ে কাজ করতে চাই।

২৬-২৭ সদস্যের পরামর্শ কমিটি গঠন করা হবে। তাদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ে বসে ব্যবসায়ীদের চিহ্নিত সমস্যাগুলো সমাধানে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে।


শনিবার বিকালে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ২২ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এম এ লতিফ এমপি, এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ সভাপতি নুরুন নেওয়াজ সেলিম ও সহ সভাপতি সৈয়দ জামাল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন,‘উন্নয়নের যে ধারা চলছে তা অব্যহত থাকলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন চট্টগ্রাম অধিকতর উন্নয়নের দিকে এগিয়ে যাবে। তবে সবকিছু নির্ভর করছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ওপর। ’

অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন,‘বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ। তবে এখানে রাজনৈতিক সমস্যা আছে। বিশ্বের অনেক দেশেই এ সমস্যা আছে। সে কারণেই অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। ’

আওয়ামী লীগের এ উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছে। ক্ষমতাসীন দলের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব, তা আওয়ামী লীগ প্রমাণ করেছে। যার কারণে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের চেয়ে বিএনপি অনেক এগিয়ে। ’

তিনি বলেন,‘খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে স্বপ্ন দেখছেন তা কখনোই পূরণ হবে না। নির্বাচন ঠেকানোর জন্য চলন্ত গাড়িতে আগুন দিয়েছেন, ৪০ হাজার গাছ কেটেছেন। হেন কোনো কাজ নেই আপনারা করেন নি। নির্বাচন কি ঠেকাতে পেরেছেন?’

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তোফায়েল আহমেদ বলেন,‘আপনি বলেছেন গ্রহণযোগ্য ব্যক্তির অধীনে নির্বাচন। গ্রহণযোগ্য ব্যক্তি কোথায় পাওয়া যাবে। বিএনপি যাকে বলবে, আওয়ামী লীগ বলবে ‘না’। আবার আওয়ামী লীগ যাকে বলবে, বিএনপি ‍বলবে ‘না’। সুতরাং খালেদা জিয়ার খায়েশ কখনোই পূরণ হবে না। বাংলাদেশের মাঠিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। প্রতিটি গণতান্ত্রিক দেশে ক্ষমতাসীন দলের অধীনেই নির্বাচন হয়, বাংলাদেশেও তাই হবে। ’

আওয়ামী লীগ পাঁচ বছর ক্ষমতায় থাকবে উল্লেখ করে তিনি বলেন,‘বেগম খালেদা জিয়া বলেছেন, উপজেলা নির্বাচনের পর আন্দোলনে যাবেন। আপনি আন্দোলন করেন, সেই গণতান্ত্রিক অধিকার আপনার আছে। তবে হরতাল অবরোধের মতো এমন কোনো আন্দোলনে যাবেন না, যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে। আমাদের হাতে এখনও যথেষ্ট সময় আছে। কেউ যদি অর্থনীতিকে ধ্বংসের চেষ্টা করে তাহলে ব্যবসা-বাণিজ্য রক্ষায় আইনশৃঙ্খলাবাহিনী দিয়ে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। ’

এখন মুক্তবাজার অর্থনীতির যুগ, দরজা বন্ধ করলে চলবে না সকল দরজা খুলে দিতে হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ট্রানজিট-করিডর নিয়ে আমাদের একধরনের মাইন্ডসেট আছে। সেটা পরিবর্তন করতে হবে। এখন গ্লোবালাইজেশনের যুগ। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় আমরা বাণিজ্য করি। তাই সবার সঙ্গেই সংযোগ থাকা দরকার। ’

চট্টগ্রামে গ্যাস সংকটের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন,‘টি-২০ বিশ্বকাপ উপলক্ষে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে শিল্প মন্ত্রণালয় সার কারখানা বন্ধের চিন্তা ভাবনা করছে। আমি এ বিষয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, কোনভাবেই সারকারখানা বন্ধ করা যাবে না। গ্যাস সরবরাহের পরিমান যাতে বাড়ানো যায় সে ব্যবস্থা চলছে। এছাড়া গ্যাস সংকট  নিরসনে নতুন কুপ খনন কাজ শুরু হয়েছে। ’

মন্ত্রী বলেন,‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা, চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, দুটো ইকোনমিক জোন তৈরি ও গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজ সরকারের অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রয়েছে। ‍তা শিগগির শুরু করা হবে। ’

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন,‘ফসলি জমি নষ্ট করে যত্রতত্র শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। ব্যক্তিগতভাবে আমি এর বিরোধীতা করি। এ নিয়ে সংসদে আইন পাশ করা দরকার। ফসলি জমিতে শিল্প কারখানা গড়ে তুলতে পারবেন না। ফসল উৎপাদন না হলে মানুষ খাবে কি।

তিনি বলেন,‘স্বাধীনতার আগে চট্টগ্রাম পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণ করত। খাতুনগঞ্জ থেকে নিয়ন্ত্রণ হতো সব। বর্তমানে শক্তি-মত্তাসহ বিভিন্ন কারণে এ নিয়ন্ত্রণ ঢাকামুখী। গত ৪৩ বছরে চট্টগ্রামে শিল্প-কারখানার সংখ্যা কমেছে। আর বেড়েছে ঢাকা ও ঢাকার চারপাশের এলাকায়।

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেন, দেশের অর্থনীতিকে জাগিয়ে তোলার জন্য রাজনীতিবিদদের রাজনীতি করতে হবে। অর্থনীতি ধ্বংস হয়ে গেলে রাজনীতি থাকবে না। রাজনীতি হবে অর্থনীতি সম্পৃক্ত।

তিনি বলেন, ‘দেশের আমদানি রফতানি ৮০-৯০ ভাগ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। সুতরাং চট্টগ্রাম বন্দরের উন্নয়ন করতে হবে। চট্টগ্রাম বন্দরের সাপ্লাই ট্রেন(আমদানি-রফতানি) ঠিক থাকলে অর্থনীতি ঠিক থাকবে। ’ 

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন,‘চট্টগ্রামের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের চার লেনের কাজ দ্রুত গতিতে সম্পাদন, দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণে বাস্তবায়নাধীন মিরসরাই ও আনোয়ারার স্পেশাল ইকনোমিক জোনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে। ’

তিনি বলেন, গ্যাস সংকট নিরসনে মিয়ানমারের সাথে গ্যাস পাইপ লাইন স্থাপন এবং এলএনজি আমদানি করা যেতে পারে। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালু করা, চট্টগ্রাম বিমান বন্দর থেকে ব্যাংকক ও সিঙ্গাপুরমূখী ফ্লাইট চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রীর প্রতি আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৪ লাখ বর্গফুটের বিশাল পরিসরে এবারের মেলায় ১২টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ২টি মিনি গোল্ড প্যাভিলিয়ন, ৮টি প্রিমিয়ার প্যাভিলিয়ন এবং ১৬টি স্ট্যান্ডার্ট প্যাভিলিয়ন, ১২৭টি প্রিমিয়ার মেগা বুথ, ৫০টি মেগা বুথ, ১০টি প্রিমিয়ার গোল্ড বুথ, ৩৮টি প্রিমিয়ার বুথ, ১৪টি স্ট্যান্ডার্ট বুথ ও তিনটি রেস্টুরেন্টসহ মোট ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টল নিয়ে ভারত, চীন, থাইল্যান্ড, ইরানসহ দেশী বিদেশী চার শতাধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। মেলায় আসা দর্শনার্থীরা বিনামূল্য ওয়াইফাই অনলাইন ব্যবহারের সুবিধা পাবেন। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে ১০টাকা।

বাংলাদেশ সময়: ২০১০ঘণ্টা, মার্চ ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।