ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রদলের কারণে গণতন্ত্রের সংগ্রাম সফল হচ্ছেনা: গোলাম আকবর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৪
ছাত্রদলের কারণে গণতন্ত্রের সংগ্রাম সফল হচ্ছেনা: গোলাম আকবর

চট্টগ্রাম: ছাত্রদলের দুর্বলতার কারণে গণতন্ত্রের সংগ্রাম সফল হচ্ছেনা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার।

শনিবার নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে প্রাক্তন ছাত্রদল ফাউন্ডেশন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, স্বৈরাচারী হাসিনাকে পরাজিত করতে হলে নব্বইয়ের মত দুর্বার ছাত্র আন্দোলন গড়ে তুলতে হবে।

ছাত্রদলের সোনালী যুগে যারা নেতৃত্বে ছিলেন বর্তমান নেতৃত্বকে তাদের পরামর্শ নিয়ে তাদেরকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অষ্টম কারাবন্দি দিবস উপলক্ষে এ আলোচন সভার আয়োজন করা হয়।


ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদের সভপতিত্বে ও সদস্য সচিব হাসান মোহাম্মদ জসিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ইউনুছ চৌধুরী, প্রাক্তন ছাত্রদল ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন মহসিন।

বাংলাদেশ সময়: ২০৪০ঘণ্টা, মার্চ ০৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad