ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কালুরঘাট শিল্প এলাকায় পোশাক কারখানায় ছুটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪
কালুরঘাট শিল্প এলাকায় পোশাক কারখানায় ছুটি

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ট্রেন-মিনিবাস সংঘর্ষের পর ‍কালুরঘাট শিল্প এলাকায় বেইজ টেক্সটাইলসহ অধিকাংশ পোশাক কারখানা ছুটি দেয়া হয়েছে। বিভিন্ন কারখানায় সাময়িক উত্তেজনা সৃষ্টির পর কালুরঘাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনার পর কালুরঘাট শিল্প এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা ছুটি দেয়ার দাবি জানায়। এসময় কারখানা কর্তৃপক্ষ ছুটি দিতে না চাইলে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।


স্মার্ট জিনস এবং ফ্রেন্ডস এণ্ড ফ্রেন্ডস নামে দু’টি পোশাক কারখানার শ্রমিকরা কারখানা ছেড়ে আসে। শ্রমিকরা যাবার সময় ওই দু’টি কারখানা লক্ষ্য করে ইট, পাটকেল ছুঁড়ে। তকে দ্রুত শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রামের শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান বাংলানিউজকে বলেন, স্মার্ট জিনস এবং ফ্রেন্ডস এন্ড ফ্রেন্ডস কারখানায় কিছু উত্তেজনা হয়েছিল। আমাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে। কালুরঘাট এলাকায় ওয়েল গ্রুপসহ হাতেগোনা দু’একটি ছাড়া প্রায় সব কারখানা ছুটি দিয়ে দেয়া হয়েছে।

তবে সামগ্রিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলে আরিফুর রহমান জানান।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নগরীর চাঁন্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় ট্রেন-মিনিবাস সংর্ঘষে তৈরি পোশাক কারখানার ৪ নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।