ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পূর্বাঞ্চল রেলে ৮১১ লেভেল ক্রসিং অবৈধ

মো.মহিউদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪
পূর্বাঞ্চল রেলে ৮১১ লেভেল ক্রসিং অবৈধ

চট্টগ্রাম: রেলওয়ে পূর্বাঞ্চলে মোট ১ হাজার ২৪৫টি লেভেল ক্রসিং (এলসি) রয়েছে। এরমধ্যে বৈধ লেভেল ক্রসিং মাত্র ৪৩৪টি, বাকি ৮১১টিই অবৈধ।



অবৈধ লেভেল ক্রসিংগুলো এলজিইডি, সড়ক ও জনপথ, সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, বেসরকারি সংস্থা এবং বেশ কিছু অজানা সংস্থার নিয়ন্ত্রণে রয়েছে।    

এসব অবৈধ লেভেল ক্রসিং এ বাব বার দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।
সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণে থাকা এসব অবৈধ ক্রসিং এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও স্থানীয়দের বিরোধীতার কারণে এসব ক্রসিং বন্ধ করা যাচ্ছে না। মামলা করেও কোন সুফল পাওয়া যায়নি। বরং বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা হামলার শিকার হয়েছেন।

অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে একাধিক মামলা করা হয়েছে। আরো বেশ কয়েকটি মামলার প্রস্তুতি চলছে।

নাম প্রকাশ না করার শর্তে পরিবহন বিভাগের কয়েকজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, অবৈধ এসব লেভেল ক্রসিং না থাকলে রেল চলাচল আরো স্বাভাবিক হতো।

রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধ এসব ক্রসিং তুলতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রেলওয়ে। কিন্তু সরকারি-বেসরকারি সংস্থা এবং স্থানীয়দের বিরোধীতার কারণে বন্ধ করা যাচ্ছে না।

উদাহরণ দিয়ে এক কর্মকর্তা বলেন, কিছুদিন আগে নগরীর ঝাউতলা এলাকায় অবৈধ লেভেল ক্রসিং এ দুর্ঘটনার পর ওই গেইটটি বন্ধের সুপারিশ করেন রেল কর্মকর্তারা। রেলওয়ের এরকম সিদ্ধান্তের পর ক্রসিংটি বন্ধ করা হলেও পরদিন স্থানীয়রা তা না মেনে খুলে দেয়।

সংশ্লিষ্ট দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, এলজিইডি‘র অধীনে ২৫৩টি অবৈধ লেভেল ক্রসিং রয়েছে। সড়ক ও জনপথের ৬, পৌরসভা ৬৫, সিটি করপোরেশন ১৯, ইউনিয়ন পরিষদ ৩২৪, জেলা পরিষদ ১৩, বেসরকারি সংস্থা ৩, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৩ এবং অন্যান্য সংস্থার অধীনে ৯২টি ক্রসিং রয়েছে।

৩৩ ক্রসিং কার নিয়ন্ত্রণে জানে না রেল:
রেলওয়ে পূর্বাঞ্চলে ৮১১টি অবৈধ লেভেল ক্রসিং এর মধ্যে ৩৩টি ক্রসিং কার নিয়ন্ত্রণে রয়েছে তা জানে না রেলওয়ে কর্তৃপক্ষ।

অবৈধ লেভেল ক্রসিং এর তালিকায় দেখা গেছে, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার অধীনে থাকা লেভেল ক্রসিং গুলো নাম উল্লেখ রয়েছে।   ৩৩ টি ক্রসিং তালিকায় ‘অজানা সংস্থা’র অধীনে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব ক্রসিং কাদের নিয়ন্ত্রণে তা জানা যায়নি। ফলে তালিকায় অজানা সংস্থা লেখা হয়েছে।  

বাংলাদেশ সময়:১৮৩০ঘণ্টা, মার্চ ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।