ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতাল

ভবন সম্প্রসারণে ১৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪
ভবন সম্প্রসারণে ১৫ কোটি টাকা দেওয়ার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ভবন সম্প্রসারণে ১৫ কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, অর্ধশত বছরের পুরোনো ভবনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের যে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে তা প্রশসংনীয়।

রোগীদের অধিকতর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভবন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

বুধবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা কেন্দ্র (স্পেশাল কেয়ার নিউ বর্ন ইউনিট) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে শীঘ্রই হাসপাতালের হৃদরোগ ইউনিটটির সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে এ ইউনিটটিতে কেবল ১৪টা শয্যা রয়েছে। ফলে, অনেকেই শয্যা পাচ্ছে না, ফ্লোরে শুয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। শীঘ্রই এ ইউনিটটিকে আরো সম্প্রসারণ করা হবে।

নাসিম বলেন, সংবিধানে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে। আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে মানুষের এ মৌলিক অধিকারকে নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।

অনুষ্ঠানে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রোগীদের অবহেলা করবেন না। তাদের সঙ্গে আন্তরিকতা পূর্ণ ব্যবহার করুণ। আপনারা ভাল কাজ করলে এর প্রতিদান পাবেন। দায়িত্ব অবহেলা করলে কোন ধরণের ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খন্দকার শহীদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রামের সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক আবদুল মান্নান, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সরফরাজ খান, বিএমএ সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, মহাসচিব ডা. ইকবাল আর্সলান, বিএমএ চট্টগ্রাম’র সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ প্রমুখ।

অনুষ্ঠানে শহীদুল গণি বলেন, ঢাকা মেডিকেল কলেজের প্রায় সমান চিকিৎসা সেবা নিশ্চিত করার পরও চট্টগ্রাম মেডিকেল কলেজ বৈষম্যের শিকার হচ্ছে।   এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

এর আগে ফলক উন্মোচন ও ফিতা কেটে হাসপাতালের নবজাতকের বিশেষ পরিচর্যা কেন্দ্রটির উদ্বোধন করেন মন্ত্রী।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, জাইকা ও ইউনিসেপের সহযোগিতায় চালু হওয়া এ ইউনিটটিতে নবজাতকরা অধিকতর চিকিৎসা সেবা পাবেন। আগে কেবল ২০-২৫ জন শিশু এ ওয়ার্ডে সেবা পেত নতুন ইউনিট চালু হওয়ায় প্রায় একশত শিশু অত্যাধুনিক প্রযুক্তিসহ স্বাস্থ্য সেবা পাবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।