ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগর ছাত্রদল নেতা আলী মর্তুজা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪
নগর ছাত্রদল নেতা আলী মর্তুজা গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর কাজির দেউড়ি এলাকা থেকে নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদ আলী মর্তুজা খানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে নগরীর বিএনপি দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে একটি সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়।



বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার শাহ আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, আলী মর্তুজার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ বেশ কয়েকটি মামলা রয়েছে।


এসব মামলায় মর্তুজা পলাতক আসামী বলে জানান তিনি।

এদিকে আলী মর্তুজাকে গ্রেফতারের প্রতিবাদে নগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রদল।

নগর ছাত্রদলের সভাপতি গাজি সিরাজ উল্লাহ বাংলানিউজকে বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় কোন কারণ ছাড়াই আলী মর্তুজাকে গ্রেফতার করা হয়।  

এর প্রতিবাদে নগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে এতেও বাধা দেওয়া হয়। এসময় ছাত্রদল নেতা-কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে লাঠিচার্জ করে পুলিশ।

এ ঘটনায় কয়েজন ছাত্রদল কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।