ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লালদীঘিতে আল্লামা শফী

সরকার-হাসিনা-আ’লীগের সঙ্গে কোনও বিরোধ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪
সরকার-হাসিনা-আ’লীগের সঙ্গে কোনও বিরোধ নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সরকার ও আওয়ামীলীগের সঙ্গে হেফাজতের কোনও বিরোধ নেই উল্লেখ করে হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমেদ শফী বলেছেন,‘ আমরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগের বিরুদ্ধে নই। ’

এসময় তিনি পোশাক শিল্পের সংকট কাটিয়ে সচল হয়ে উঠার প্রার্থনা করে বলেন,‘বাংলাদেশ যেন সোনার বাংলায় পরিণত হয়।

ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না। গার্মেন্টস শিল্প অচল হয়ে পড়েছে।
তা সচল থাকারও আহবান জানান তিনি। ’

অবশ্য এর আগে আহমেদ শফী নারীদের চাকরির জন্যে বাড়ীর বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

শুক্রবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে শানে রেসালত সম্মেলনে এসব কথা বলেন হেফাজত ইসলামের আমীর আল্লামা শফী। হেফাজতে ইসলাম দুইদিন ব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।

মাহফিল থেকে রাজনৈতিক উসকানিমূলক কোন বক্তব্য দেয়া হবে না এবং রাজপথে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না করাসহ ৯ দফা শর্ত মেনে নেওয়ার পর লালদিঘী ময়দানে হেফাজতে ইসলামকে শানে রেসালত মাহফিলের অনুমতি দেয় সিএমপি।

প্রায় এক বছর পর চট্টগ্রামে বড় কোন সমাবেশের অনুমতি পায় নানা কারণে আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম।

সম্মেলনে হেফাজতের আমীর রাজনৈতিক বক্তব্য না দিয়ে সরকারকে ভুল না বোঝার আহ্বান জানালেও শুরুতে কয়েকজন বক্তা আধুনিক শিক্ষার সমালোচনা করেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে আল্লামা শফী বলেন,‘হাসিনা, সরকার, আওয়ামীলীগ, ছাত্রলীগ এদের সঙ্গে আমাদের কোন বিরোধ নেই। তারা যদি আমাদের ভুল বুঝে তা ঠিক হবে না। ‘

তিনি বলেন, আমরা কোনদিন কাউকে গালি দেইনি। ইসলামকে ভালো করে বোঝার জন্য, যারা আল্লার দেশে থেকে, আল্লার নেয়ামত খেয়ে আল্লাকে মানে না, তাদের বিরুদ্ধে আমরা কথা বলেছি। ‘

‘আস্তিকের এই দেশে যারা নাস্তিক তারা থাকতে পারবে না। ‘ তাদের জন্য আমরা রাজপথে নেমেছি। সরকারের বিরুদ্ধে আমরা নই।

এখানেও হাসিনার মানুষ আছে:

নগরীর লালদীঘি মাঠে অনুষ্ঠিত শানে রেসালত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের কেউ উপস্থিত না থাকলেও আওয়ামী লীগ সমর্থকরা রয়েছেন বলে দাবি করেছন আল্লামা শফী।

তিনি বলেন,‘এখানে হাসিনা ও সরকারের লোকজন আসতে না পারলেও ওনার মানুষ এখানে আছে। ‘ 

সবাই ভাই ভাই হয়ে বাস করলে এদেশ সত্যিকারের সোনার বাংলা হবে উল্লেখ করে তিনি বলেন,‘আমরা অনেক খারাপ হয়ে গেছি। চলুন তওবা করি। অন্যায়-অত্যাচার, খুন, গুমের পথ থেকে সরে আসলে এদেশ সোনার বাংলায় পরিণত হবে। ’

গুনার জন্য ক্ষমা প্রার্থনা করার আহ্বান জানিয়ে শফী বলেন,‘আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে। অনেক গুনাহ করে ফেলেছি। আমরা নিজেরা ভালো হলে দেশ ভালো হবে। ‘ 

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী নিজামপুরী, ঢাকা লালবাগ মাদ্রাসার মুফতি আবুল হাসনাত, যুগ্ম মহাসচিব মাহমুদুল হাসান,  ঢাকা মহানগর নায়েবে আমীর এবিএম তাহের,  প্রচার সম্পাদক আলতাফ হোসেন,কক্সবাজার জেলা হেফাজতের সাধারণ সম্পাদক ইয়াছিন হাবিব প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।