ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ২৪ স্বর্ণবারসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪
শাহ আমানতে ২৪ স্বর্ণবারসহ আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী আসনের নিচ থেকে দুই কেজি ৭৯ গ্রাম ওজনের ২৪ স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ইসমাইল নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে তিনটায় বাংলাদেশ বিমানের বিজি-০৩৮ ফ্লাইটটি অবতরণ করে।


নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে অনুসন্ধ্যান চালিয়ে ইসমাইলের সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণবারের বর্তমান বাজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা বলে ‍জানান তিনি।

বাংলাদেশ সময়: বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।