ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাতীয় নাট্যশালায় ‘কমরেডস হাত নামান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
জাতীয় নাট্যশালায় ‘কমরেডস হাত নামান’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে আগামীকাল শুক্রবার প্রদর্শিত হতে যাচ্ছে গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক ‘কমরেডস হাত নামান’।

বিকাল সাড়ে পাঁচটা ও সন্ধ্যা সোয়া সাতটায় দু’টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।



নাটকটি রচনা করেছেন প্রবীর দত্ত। নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক অসীম দাশ।


নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন তৌহিদ হাসান ইকবাল, অনির্বাণ ভট্টাচার্য, বাপ্পী হায়দার, শওকত আলী, রক্তিম জিহাদ, মামুনুল হক,আবীর মন্ডল, নাজমূল হুদা, ইমরান ইমু, শহীদূল ইসলাম অলি প্রমূখ।

গণায়নের নাট্যকর্মী রক্তিম জিহাদ বাংলানিউজকে জানান, একটি যাত্রা দলকে কেন্দ্র করে গল্পের বিস্তার ঘটেছে। যাত্রা দলের শিল্পীরা নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণহীন অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল হয়েছে।

তিনি বলেন, ‘নাটকের কাহিনীর মধ্য দিয়ে বর্তমান সমাজের নানান অসংগতি, বুর্জোয়া রাজনীতির দেউলিয়াপনা, ধর্মীয় মৌলবাদী জঙ্গী গোষ্ঠি ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের উত্থান এবং শ্রমিক আন্দোলন ইত্যাদি প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।