ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে তিন কোটি টাকার কাঠ আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
চট্টগ্রামে তিন কোটি টাকার কাঠ আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ৮টি ট্রাকবোঝাই বিপুল পরিমাণ বিভিন্ন প্রজাতির কাঠ আটক করেছে কোস্টগার্ড। আটক কাঠের দাম প্রায় তিন কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।



রোববার গভীর রাত ২টার দিকে এসব কাঠ আটক করা হয়।

আটক কাঠের মধ্যে আছে, ১ হাজার ১৩৮ ঘনফুট গর্জন কাঠ, ৫৩৬ ঘনফুট সেগুন কাঠ, ১ হাজার ৩৯ ঘনফুট গামারি কাঠ, ২৩০ ঘনফুট লালি কাঠ এবং ১ হাজার ৪২ ঘনফুট কড়ই কাঠ সহ মোট ৩ হাজার ৯৮৫ ঘনফুট কাঠ।


কোস্টগার্ডের পূর্ব জোনের কর্মকর্তা লে.কমান্ডার এম রাজিবুল ইসলাম বাংলানিউজকে জানান, বান্দরবানের লামার সংরক্ষিত বনাঞ্চল থেকে কাঠগুলো কেটে ট্রাকে বোঝাই করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেগুলো আটক করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ঘণ্টা, এপ্রিল ২৮,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।