ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গাছ কাটার ঘটনায় রেলের প্রকৌশলী বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪
গাছ কাটার ঘটনায় রেলের প্রকৌশলী বরখাস্ত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দায়িত্ব অবহেলার অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী আমীর হোসেন খানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

একই কারণে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা।



রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল আহম্মেদ বাংলানিউজকে বলেন, দায়িত্ব অবহেলার কারণে উপ-সহকারী প্রকৌশলী আমীর হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

‘দায়িত্ব অবহেলার জন্য তাকে কারণ দর্শানো হবে।


শনিবার চট্টগ্রাম নগরীর টাইগারপাস থেকে পাহাড়তলী পুলিশ বিট পর্যন্ত রেলওয়ের মালিকানাধীন সড়ক থেকে গাছ কেটে নিয়ে যায় দুবৃত্তরা। সড়ক এবং গাছের মালিক রেলওয়ে হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কিছুই জানতেন না।

বিষয়টি গণমাধ্যমে উঠে এলে সমালোচনায় পড়েন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। শনিবার রাতে নগরীর খুলশী থানায় দায়ের করা হয় মামলা। রোববার পূর্বাঞ্চলের জিএম কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে গঠন করা হয় তিন সদস্যের তদন্ত কমিটি।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।