ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চার বছরে মোহরার উন্নয়নে চসিকের ৫৬ প্রকল্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
চার বছরে মোহরার উন্নয়নে চসিকের ৫৬ প্রকল্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর মোহরা ওয়ার্ডের উন্নয়নে চার বছরে ১০ কোটি টাকা ব্যয়ে ৫৬টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এম মনজুর আলম। তিনি বলেন,‘রোড কার্পেটিং, সংস্কার, প্রশস্তকরণ, উঁচুকরণ, ডাবল সলিং রোড নির্মাণ, ড্রেন নির্মাণ, রিটেইনিংওয়াল নির্মাণ, কালভাট নির্মাণ, ডিপটিউবওয়েল স্থাপন ও মাটি উত্তোলনে এ অর্থ ব্যয় করা হয়েছে।



শনিবার সন্ধ্যায় নগরীর মোহরা ওয়ার্ডের ইস্পাহানি জামে মসজিদ মাঠে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মোহরা ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরা হয়।


সিটি মেয়র এম মনজুর আলম বলেন,‘মোহরা ওয়ার্ডে ছাফা মোতালেব সিটি কর্পোরেশন নগর মাতৃসদন হাসপাতাল, সালেহ আহম্মদ খান নগর স্বাস্থ্য কেন্দ্র ও মোহরা সিটি কর্পোরেশন হোমিও দাতব্য চিকিৎসালয় এর মাধ্যমে মোহরাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে। ’’

মেয়র বলেন,‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবা নজিরবিহীন। গর্ভবতী মা ও শিশু সেবা থেকে শুরু করে যাবতীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। নগরীর ৪১টি ওয়ার্ডে স্বাস্থ্য সেবার জন্য দাতব্য চিকিৎসালয় ও নগর স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। ’

এম মনজুর আলম বলেন,‘২০তম জাতীয় টিকা দিবসের ওপিভি টিকার কাভারেজ অর্জন অনুযায়ী ৮টি সিটি কর্পোরেশনের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রেষ্ঠত্বের মর্যাদা অর্জন করেছে। ’

১৯৯৫ সনের ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হলে নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে বলে মনে করেন সিটি মেয়র।

তিনি বলেন,‘পরিচ্ছন্নতার কাজসহ বিভিন্ন কাজের সুবিধার্থে গত চার বছরে প্রায় ৪২ কোটি টাকার গাড়িসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়েছে। বারইপাড়া থেকে চাক্তাই খাল পর্যন্ত নতুন খাল খনন এবং চাক্তাই খালের পাড় ঘেষে নতুন রাস্তা নির্মাণ কাজ শেষ হলে নগরীর পূর্ব অঞ্চলের বাসিন্দাদের আর জলাবদ্ধতার দুর্ভোগ থাকবে না। ’

মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজমের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলর মোহাম্মদ হাসান লিটন, কামাল উদ্দিন আহমদ,  মোরশেদুল আলম কাদেরী, মো. আবু তাহের ও প্রকৌশলী কামরুল ইসলাম ।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।