ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে গৃহবধূর লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
হালিশহরে গৃহবধূর লাশ উদ্ধার ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকে একটি বাসা থেকে আরজু বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল পৌনে ৮টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।



হালিশহর থানার এস আই কানন চৌধুরী বাংলানিউজকে বলেন, গৃহবধূ আরজু বেগমের দড়িতে ঝুলে শ্বাসরোধে মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন বলছেন, তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ সূত্রে জানা গেছে, আরজু বেগম পোশাক কারখানার কর্মকর্তা জসীম উদ্দিনের স্ত্রী। হালিশহর আবাসিক এলাকার বি-ব্লকে তিন নম্বর সড়কে জনৈক আজিজ খানের ভাড়া বাসায় তারা থাকতেন। তাদের বাড়ি ভোলার লালমোহন উপজেলার চরমেদ গ্রামে।

রোববার সকালে নিজ বাসায় ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে ঝুলন্ত অবস্থায় আরজু বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় হালিশহর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এস আই কানন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১১২০ঘণ্টা, নভেম্বর ৩০,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।