ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে গ্রামবাসীদের সংঘর্ষে আহত ১৪

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
বাঁশখালীতে গ্রামবাসীদের সংঘর্ষে আহত ১৪

চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। এসময় দুইপক্ষে গোলাগুলির ঘটনাও ঘটে।



রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ডোংরা গ্রামে জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এ বিরোধের জের ধরে বুধবার ভোরে এক দফা তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে সকাল সাড়ে ১০টার দিকে তারা দেশিয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয়পক্ষে প্রায় আধাঘণ্টা ধরে সংঘর্ষ চলে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। তবে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে ওসি জানান।

এদিকে সংঘর্ষের পর দুই নারীসহ ১৪ জনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে তিজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

তবে আহতরা সবাই আশংকামুক্ত বলে জানিয়েছেন চমেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে দায়িত্বরত এএসআই পংকজ বড়ুয়া।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।