ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ভেলুয়ার দিঘি দখলমুক্ত করার আহ্বান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
চট্টগ্রামের ভেলুয়ার দিঘি দখলমুক্ত করার আহ্বান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী এলাকায় ঐতিহ্যবাহী ভেলুয়ার দিঘি দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের রাজনীতিক, পেশাজীবী ও নাগরিক সমাজের বিশিষ্টজনেরা।

রোববার জলাশয় ও জলাধার রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়েছে।



সভায় বক্তারা বলেন, ভেলুয়ার দীঘি চট্টগ্রামের ঐতিহ্য। এ দিঘিকে দখলমুক্ত করে রাষ্ট্রীয় উদ্যোগে রক্ষণাবেক্ষণ করতে হবে।


ভেলুয়ার দিঘিকে ঘিরে পরিকল্পিতভাবে পর্যটন স্পট গড়ে তোলার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

সংগঠনের আহ্বায়ক ও মানবাধিকার কর্মী কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম রানুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর এডভোকেট রানা দাশ গুপ্ত, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা.এ কিউ এম সিরাজুল ইসলাম, পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সুভাষ বড়ুয়া, চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক সাবের সওদাগর, সমাজসেবক ইসলাম খান, বণিক মালিক সমিতির সভাপতি বাবুল হক, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সমাজসেবক কাজী বশির উল্লাহ, আবু তালেব,  আব্দুল হালিম ও ডা.নুরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।