ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সেই চিকিৎসক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
সেই চিকিৎসক গ্রেফতার ছবি: প্রতীকী

চট্টগ্রাম: কর্মচারীকে হত্যা চেষ্টার অভিযোগে এম এ কাশেম নামে এক চক্ষু চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে নগরীর পাঁচলাইশ থানার মির্জারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।



তার বিরুদ্ধে ভুল চিকিৎসায় নির্মাণ শ্রমিকের চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগে একই থানায় আরও একটি মামলা রয়েছে।

গ্রেফতার এম এ কাশেম চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মৃত আবুল হাশেমের ছেলে।
বর্তমানে ৩৪৩/এ হাজী চান্দমিয়া সওদাগর রোড এলাকায় থাকেন। নগরীর বহদ্দারহাট এলাকায় অবস্থিত বনি হাসান চক্ষু চিকিৎসালয়ের মালিক তিনি।

পাঁচলাইশ থানার উপ পরিদর্শক ইদ্রিস মিয়া বাংলানিউজকে বলেন,‘’গত ২১ নভেম্বর আনিছুর রহমান নামে এক কর্মচারীকে হত্যার চেষ্টা করে এম এ কাশেম নামে এক চিকিৎসক। ওই দিন আনিছুর রহমানের স্বজনরা থানায় মামলা দায়ের করেন। রোববার বিকালে মুরাদপুরের মির্জারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ’

গত ২১ ফেব্রুয়ারি ভুল চিকিৎসায় চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগে ওই চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন জসিম উদ্দিন(৪৭) নামে এক নির্মাণ শ্রমিক। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপ পরিদর্শক রাসিফ খান বাংলানিউজকে বলেন,‘ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। ওগুলো শেষ করে আদালতে উপস্থাপন করা হবে। ’

নির্মাণ শ্রমিক জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন,‘ভুল চিকিৎসা করে আমার একটি চোখ নষ্ট করে দিয়েছে। মানুষের কাছে ধার দেনা করে চিকিৎসা চালিয়েছি। ক্ষতিপূরণ চেয়েও পাইনি। শুনেছি তাকে গ্রেফতার করা হয়েছে। এখন আমি সুবিচার চাই। আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি উনি কোন চিকিৎসক নন। তারপরও তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ’

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪

** ভুল চিকিৎসায় চোখ গেল নির্মাণ শ্রমিকের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।