ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে বালি বোঝাই নৌযান ডুবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
কর্ণফুলীতে বালি বোঝাই নৌযান ডুবি ছবি: প্রতীকী

চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে বালু বোঝাই একটি নৌযান (বলগেট) ডুবে গেছে। তবে নৌযানে থাকা মাঝি-মাল্লারা নিরাপদে ফিরতে সক্ষম হয়েছেন।

সোমবার সকালে কর্ণফুলী নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কর্ণফুলী নদীর ড্রেজিং এর বালি নিয়ে ফেরার সময় দুই ও তিন নম্বর বয়ার মাঝখানে নৌযানটি ডুবে যায়।
নৌযানের একপাশ কাত হয়ে পানি ঢুকে পড়ায় এটি ধীরে ধীরে ডুবতে থাকে। মাঝি-মাল্লারা সাঁতরিয়ে কূলে উঠে আসেন।

চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম বাংলানিউজকে বলেন, ড্রেজিং এর বালি নিয়ে ফেরার সময় নৌযানটি ডুবে যায়। তবে  মাঝি-মাল্লারা নিরাপদে ফিরতে পেরেছেন।

নৌযান ডুবির কারণে চট্টগ্রাম বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোন ধরণের সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।