ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশ দেখে পালানোর সময় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
পুলিশ দেখে পালানোর সময় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ছবি: প্রতীকী

চট্টগ্রাম: নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় পুলিশ দেখে বাস থেকে নেমে পালানোর সময় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার গভীর রাত টার দিকে নবী হোসেন (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

তার কাছে একটি দেশিয় তৈরি এলজি বন্দুক পাওয়া গেছে।

নগর পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত বাংলানিউজকে বলেন, নবী লাইটারেজ জাহাজে চাকুরি করে।
সে অস্ত্রটি একজন বিক্রেতার কাছে নিয়ে যাচ্ছিল। নবী মূলত অস্ত্রের বাহক হিসেবে কাজ করছিল।

নবী হোসেন বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার পূর্ব কাজির চর গ্রামের রিয়াজ বেপারির ছেলে। সে নগরীর সদরঘাট থানার কর্ণফুলী ঘাট এলাকায় থাকে।

পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র নিয়ে নবী অলংকার মোড় থেকে একটি বাসে উঠেছিলেন। বাসটি সিটি গেইটে যাবার পর চেকপোস্টে সেটি তল্লাশির উদ্যোগ নেয় পুলিশ।

এসময় পুলিশ দেখে নবী দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। তখন বাসে থাকা যাত্রীরা এবং পুলিশ মিলে তাকে আটক করে।

নবী হোসেনের বিরুদ্ধে আকবর শাহ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।