ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফেইমের অভিনয় ও ডিজাইন কোর্সে ভর্তি চলছে

বিনোদন করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
ফেইমের অভিনয় ও ডিজাইন কোর্সে ভর্তি চলছে

চট্টগ্রাম: চট্রগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিকের নাট্যকলা বিভাগের অভিনয় ও ডিজাইন কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

এক্টরস স্টুডিও শীর্ষক অভিনয় বিষয়ক ২১ তম ব্যাচে ৪ মাসব্যাপি কোর্সটিতে ৪৮ টি ক্লাসে প্রশিক্ষণ দেয়া হবে।

এই অভিনয়ের তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

লাইট, সেট এবং কস্টিউম ডিজাইন নিয়ে ডিরেক্টরস ল্যাব শীর্ষক ৫ম ব্যাচে কোর্সে থাকবে ১০ টি ক্লাস।
  দুই মাসব্যাপি এই কোর্সে লাইট, সেট ও কস্টিউম ডিজাইন-এর ওপর প্রশিক্ষন দেবেন ভারতের দিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতকোত্তর এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ।

কোর্স সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীরা ফেইম এর নিয়মিত প্রযোজনায় অংশগ্রহনের সুযোগ পাবেন।

সীমিত আসনের দুটি কোর্সে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে অংশগ্রহনের সুযোগ থাকছে। কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহীরা যোগাযোগ করতে পারবে চেরাগী পাহাড়াস্থ এম.ওয়াই.কদম মোবারক স্কুলের ইসলামাবাদী মেমরিয়াল হলে ফেইম মহড়া কক্ষে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে।

নিম্নোক্ত মুঠোফোন নাম্বারে বিস্তারিত যোগাযোগ করা যাবে - ০১৫৫৮-৪৪২৫৫৯, ০১৯১৪-২০৭২৯৭

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘন্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।