ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসের সঙ্গে সংঘর্ষে চালকসহ তিন অটোরিকশা যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
বাসের সঙ্গে সংঘর্ষে চালকসহ তিন অটোরিকশা যাত্রী নিহত ছবি: সোহেল সরওয়ার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে  নারীসহ আরও তিনজন।



সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক গিয়াস উদ্দিন(৩৫), শফিউল্লাহ (৩২), নিহত অন্যজনের নাম পাওয়া যায়নি।
নিহত তিনজনই বাঁশখালী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- সেলিম(২৫), ফারুক(২৫) ও আয়েশা বেগম(৪০)।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল লতিফ বাংলানিউজকে বলেন,‘বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ’

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রুপা বাংলানিউজকে বলেন,‘অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ছয়জনকে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছয়জনকেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সহকারি উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া বাংলানিউজকে বলেন,‘আহতবস্থায় ৬জনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ২৮নং ওয়ার্ডে আরও একজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।