ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
চট্টগ্রামে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানার শাপলা আবাসিক এলাকায় নাহার মঞ্জিলের একটি বাসায় অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভিওআইপি সরঞ্জামসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।



গ্রেপ্তার হওয়া দু’জন হলেন নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার হাটনাইয়া গ্রামের মো. সোবহানের ছেলে সাইদুর ইসলাম সাগর (১৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আবদুস শুক্কুরের ছেলে কামাল হোসেন (৩৫)।

তাদের কাছ থেকে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানির ১৪ হাজার ৯৭২টি সিম, ১৮টি চ্যানেল ব্যাংক, তিনটি ল্যাপটপ, ছয়টি সিপিইউ, চারটি মনিটর, দুটি আইপিএস, চারটি ব্যাটারি, ২১টি মডেমসহ বিভিন্ন সরঞ্জাম।


র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে.কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে অভিযানের বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।