ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে দু কেজি স্বর্ণ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
শাহ আমানতে দু কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় দু কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে মো. রশিদ নামের ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।



উদ্ধারকৃত স্বর্ণগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারি পরিচালক সুশান্ত পাল বাংলানিউজকে জানান, বাংলাদেশ বিমানের বিজি ০৪৮ ফ্লাইটে করে ওই যাত্রী সকাল সাড়ে ছয়টায় বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের গ্রীণ চ্যানেল পার হওয়ার সময় তার দেহ তল্লাশি করে একটি চশমার বাক্স থেকে ১৪টি স্বর্ণবার ও কাগজের প্যাকেটে মোড়ানো ৭০টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ১৪টি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য ৭০ লক্ষ ও স্বর্ণের চেইনের বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানান তিনি।

আটক ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে ওই কাস্টমস কর্মকর্তা জানান।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।