ঢাকা, মঙ্গলবার, ১৬ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রোকেয়া দিবসে সম্মানিত ৫ জয়িতা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৪
রোকেয়া দিবসে সম্মানিত ৫ জয়িতা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতাকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন।

সম্মানিত জয়িতারা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জাহান আরা বেগম হেনা, সমাজ উন্নয়নে অবদানের জন্য তাহমিনা হক চৌধুরী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শাহীন হাসরিন, সফল জননী শামীমা আক্তার চৌধুরী এবং নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা খালেদা বেগম।



মঙ্গলবার দিবস উপলক্ষ্যে শিশু একাডেমির অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় নারী উন্নয়ন, সমাজসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে নারীর অগ্রযাত্রায় অবদানের স্বীকৃতি স্বরুপ পাঁচজন জয়িতাকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে জয়িতাদের সম্মাননা স্মারক, সার্টিফিকেট প্রদান  ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বেগম রোকেয়ার জীবনের আদর্শ ধারণ করে আমাদের নারী সমাজকে এগিয়ে যেতে হবে। সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ, অধিকার প্রদান ও নারী সমাজের অগ্রযাত্রা নিশ্চিতকরনে চট্টগ্রাম জেলা প্রশাসন সবসময় নারী সমাজের পাশে রয়েছে।

তিনি পাঁচজন জয়িতাকে তাদের অবদানের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এর আগে সকালে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এছাড়া সকালে শিল্পকলা একাডেমি থেকে শুরু হওয়া এক র‌্যালী শিশু একাডেমিতে এসে শেষ হয়। পুরো আয়োজনে জেলা প্রশাসকের সহায়তায় ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯,২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।