চট্টগ্রাম: ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ও বগি প্ল্যাটফর্মের ঢুকে যাওয়ার ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
দায়িত্ব অবহেলার দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার।
তারা হলেন- ইঞ্জিনের সাব লোকো মাস্টার (এসএলএম) জহিরুল হক, সহকারী লোকো মাস্টার এমরান হোসেন ও পয়েন্টস ম্যান জাহাঙ্গীর আলম।
তিনি বাংলানিউজকে বলেন, দায়িত্ব অবহেলার কারণে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার সকালে ঢাকাগামী মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিন ও বগি প্ল্যাটফর্মের উপর উঠে যায়। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় বিভাগীয় পর্যায়ে একটি এবং সদর দফতরে একটিসহ মোট দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
** নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে মহানগর প্রভাতী