ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রেলের ৩ একর ভূমি উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
রেলের ৩ একর ভূমি উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর খুলশী থানার ঝর্না পাহাড় এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তিন একর ভূমি অবৈধ দখলমুক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেলে তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

উদ্ধারকৃত ভূমির বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।

অভিযানে নের্তৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।
এসময় রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, পরিবেশ অধিদফর কার্যালয়ের পেছনে ঝুকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে রেলের তিন এক ভূমি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।