চট্টগ্রাম: নগরীর খুলশী থানার ঝর্না পাহাড় এলাকা থেকে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তিন একর ভূমি অবৈধ দখলমুক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেলে তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অভিযানে নের্তৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট রাকিব হাসান।
জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, পরিবেশ অধিদফর কার্যালয়ের পেছনে ঝুকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে রেলের তিন এক ভূমি উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪