চট্টগ্রাম: খালে-বিলে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম। তিনি বলেন,‘ময়লা আবর্জনায় ফেলা থেকে বিরত থাকলে খাল-নালা ভরাট হবে না।
বুধবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার কালারপুল ও হাজিরপুল এলাকায় খাল থেকে মাটি ও আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদশর্নের সময় এসব কথা বলেন তিনি।
সিটি মেয়র এম মনজুর আলম বলেন,‘সিটি করপোরেশনের সীমিত সুযোগ সুবিধা দিয়ে নগরীর সবগুলো খাল, নালা-নর্দমা প্রতিনিয়ত পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। পরিকল্পিত উপায়ে সিটি করপোরেশন খাল-নালা-নর্দমার মাটি উত্তোলন ও অপসারন করছে। ’
তিনি বলেন,‘সিটি করপোরেশনের নিজস্ব ৭টি স্কেভেটর ও ভাড়ায় নেওয়া ৮টি স্কেভেটর দিয়ে খালের মাটি ও আবর্জনা উত্তোলন এবং নিজস্ব ড্রাম্প ট্রাক দিয়ে মাটি অপসারন করা হচ্ছে। ’
এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর মাহবুবুল আলম ও শামসুজ্জামান হেলালী, নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ, করপোরেশনের যান্ত্রিক শাখার সহকারি প্রকৌশলী সুদীপ বসাক।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ছিলেন- জি এম আইউব খান, মো. আলম, মো. ইসলাম, আবু বক্কর মাস্টার, শুলকবহর মহল্লা কমিটির সর্দার জানে আলম কোম্পানি, মহল্লা কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, মকবুল হোসেন খোকন, মোহাম্মদ ইব্রাহিম, কামরুল ইসলাম ও মাহমুদুল হক।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৪