ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাসের মূল্য বৃদ্ধি জনগণ রুখে দাঁড়াবে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
গ্যাসের মূল্য বৃদ্ধি জনগণ রুখে দাঁড়াবে ছবি: ফাইল ফটো

চট্টগ্রাম: সরকার অন্যায়ভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করলে জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার নগরীর নতুন রেলওয়ে স্টেশন চত্তরে এবং চেরাগীর মোড়ে গ্যাসের (প্রস্তাবিত) মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এ হুঁশিয়ারি করেন।



সমাবেশে বক্তারা বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি পেলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। সরকারের উদ্যোগ লুটেরাদের লাভবান করবে।
এনার্জি সেক্টরে হাজার হাজার কোটি টাকার লুটপাটের দায় জনগণ নেবে না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জেলা কমিটির সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ আলম, সম্পাদক মন্ডলীর সদস্য অশোক সাহা, অমৃত বড়ুয়া,  নুরুচ্ছাফা ভুঁইয়া।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।