ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ধূমপানের দায়ে আটজনকে জরিমানা, সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
ধূমপানের দায়ে আটজনকে জরিমানা, সিগারেট জব্দ

চট্টগ্রাম: উন্মুক্ত স্থানে ধূমপানের দায়ে চট্টগ্রামে আটজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহষ্পতিবার নগরীর নিউ মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পারিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি।

একইসময়ে ভ্রাম্যমান আদালত রেয়াজুদ্দিন বাজার এলাকার তিনটি দোকানে অভিযান চালিয়ে দুই বস্তা অনুমোদনহীন বিদেশী সিগারেট জব্দ করে।
এর মধ্যে একটি দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার জানান, ধূমপান আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে জব্দ হওয়া অনুমোদনহীন সিগারেটগুলো ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।