ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিতের দাবি উদীচীর

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিতের দাবি উদীচীর ছবি: ‌বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

বৃহষ্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদীচীর দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের নেতারা এ আহ্বান জানান।



সভায় উদীচী নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক বন্ধ্যাত্ব চলছে। এ বন্ধ্যাত্ব দূর করতে সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।


দেশীয় সংস্কৃতিতে অবক্ষয় চলছে উল্লেখ করে বক্তারা বলেন, পাশ্চাত্যের অপসংস্কৃতির থাবায় দেশীয় সংস্কৃতির বিকাশের পথকে রুদ্ধ করা হচ্ছে।   কৃষক-মজুর, শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করার বিকল্প নেই।


বিশ্ববিদ্যালয় উদীচীর সভাপতি ড. গণেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি ড. আশরাফুজ্জামান সেলিম।   অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সদস্য রহমান মুফিজ, রিপন আচার্য, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় উদীচীর সাধারণ সম্পাদক প্রসুন চৌধুরী।

সকাল ১১টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বাদ্যের তালে তালে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‌্যালি।


‘কণ্ঠ আমার বিশ্বপ্রাণে, বাংলা জাগুক নতুন গানে’ স্লোগানে আয়োজিত প্রথম দিনের সাংস্কৃতিক পরিবেশনায় দর্শকদের মাতিয়ে রাখে খ্যাতনামা গানের দল ‘সহজিয়া’।

এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে উদীচীর পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ও অঙ্গন।

সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সাংগঠনিক অধিবেশননের মধ্য দিয়ে সংগঠনের নতুন কমিটি গঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।