চট্টগ্রাম:সচেতনতার অভাবে প্রতি বছর অনেক শিশু অন্ধত্বের শিকার হচ্ছে। সঠিক সময়ে চিকিৎসা সেবা দেওয়া হলে অন্ধত্ব দূর হবে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ম্যাস-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) যৌথ উদ্যোগে আয়োজিত পরিহারযোগ্য শিশু অন্ধত্ব প্রতিরোধ বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগম রানু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চোখে ছানি পড়া, দৃষ্টি স্বল্পতা, ট্যারা চোখ, লাল চোখ, চোখে আঘাতজনিত সমস্যা, রাতকানা ও চোখের পানি পড়া এসব কারণে বছরে অনেক শিশু অন্ধত্ব বরণ করছে। শিশুদের এসব সমস্যায় সঠিক সময়ে চিকিৎসা নেওয়া হলে স্বাভাবিক দৃষ্টি ফিরে পাওয়া সম্ভব। কিন্তু সচেতনতার অভাবে বিভিন্ন অপচিকিৎসার শিকার হন শিশুরা। সচেতনতা তৈরি করা হলে অন্ধত্ব অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে সাংবাদিকদের শিশু অন্ধত্ব নিবারণে সামাজিক সচেতনতা, চক্ষু বিষয়ক রিপোর্ট ও ফিচার লিখন বিষয়ে ধারণা দেওয়া হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪