চট্টগ্রাম: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চতুর্থ ব্যক্তি হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী মন্তব্য করেন।
এসময় মন্ত্রী জানান, কালুরঘাট বেতার কেন্দ্রকে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণ করা হবে।
মন্ত্রী বলেন, কালুরঘাট বেতারকেন্দ্র একটা ঐতিহাসিক স্থান।
তিনি বলেন, আমরা কালুরঘাট বেতার কেন্দ্রকে ঐতিহাসিক স্থান হিসেবে কিভাবে ধরে রাখা যায়, কিভাবে সংরক্ষণ করা যায় সেটা নিয়ে চিন্তাভাবনা করছি।
এর আগে মন্ত্রী নগরীর আগ্রাবাদে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মাণাধীন মুক্তিযোদ্ধা ভবন ৭১ ও জয় বাংলা বাণিজ্যিক ভবনের কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সার্কিট হাউসে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
নির্মাণাধীন দু’টি ভবন প্রসঙ্গে মন্ত্রী বলেন, একটি ভবনের নির্মাণ কাজ আমাদের নির্ধারিত সময় মধ্যে শেষ হবে। আরেকটির বিষয়ে আমরা ছয় মাস পিছিয়ে আছি। তারা বলেছেন, আমরা জমি বুঝিয়ে দিতে দেরি করেছি। আমি মন্ত্রণালয়ে গিয়ে সবকিছু খতিয়ে দেখব।
তবে নির্মাণ কাজের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বাংলাদেশ সময়: ১৮৪৬ঘণ্টা, ডিসেম্বর ১১,২০১৪