ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় ব্যবসায়ি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় ব্যবসায়ি গ্রেপ্তার ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চেক প্রতারণার মামলায় সাইফুল আলম (৩৫) নামে এক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে কোতয়ালি থানা ‍পুলিশ।



সাইফুল আলম নগরীর নন্দনকানন এলাকার মেসার্স কোরিয়ান গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম নামের একটি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারি।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল আলম ২০১২ সালের ১৭ জুন তার মামা মো.আলাউদ্দিনের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ঋণ নেন।
২০১৩ সালের ১ জানুয়ারি ওই ঋণ পরিশোধের জন্য সাইফুল আলাউদ্দিনকে প্রাইম ব্যাংকের জুবিলি রোড শাখার পাঁচ লক্ষ টাকার একটি চেক দেন।

১৮ মার্চ চেকটি ব্যাংকে জমা দেয়ার পর অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখাত হয়। এরপর ৭ এপ্রিল সাইফুলের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। কিন্তু সাইফুল নোটিশ গ্রহণ না করায় ৩ জুন আলাউদ্দিন বাদি হয়ে নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় আদালতে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় চট্টগ্রামের প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত ৩০ নভেম্বর সাইফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া‍না জারি করেন।

কোতয়ালি থানার এস আই নূরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আদালতের সমন পাওয়ার পর সাইফুলকে চান্দগাঁও শমসের পাড়া এলাকায় একটি ডেন্টাল কলেজের ক্যাম্পাস থেকে আটক করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ঘণ্টা, ডিসেম্বর ১১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।