চট্টগ্রাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সরকার ভয় পায় বলেই তারেকের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে দেশের ৯৫ ভাগ মানুষের মতামতকে অগ্রাহ্য করে এই সরকার ক্ষমতায় এসেছে।
বৃহস্পতিবার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. শাহাদাত বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের নেত্রী। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদের সাথে আপোষ না করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। গণতন্ত্রের বিজয়ের পতাকা হাতে নিয়ে ঘরে তুলেছিলেন। আর আওয়ামী লীগ যত বড়ই স্বৈরাচার হোক না কেন বিএনপির চেয়ারপারসনের নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।
অবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহামানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান শাহাদাত।
নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শাহেদের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সদস্য শাহজাহান কবির শাহীন, নগর যুবদলের সহ-সভাপতি নুর আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, এস এম মনসুর, অরূপ বড়–য়া, হাবিবুর রহমান মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়:১৯২৪ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪