ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মোহভঙ্গের ‘গন্তব্য’

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
মোহভঙ্গের ‘গন্তব্য’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সাম্রাজ্যবাদের ও একচেটিয়া বাজারের করাল থাবায় ধবংস হচ্ছে বিশ্ব। লুটেরাদের আগ্রাসন রূপ নিয়েছে একচ্ছত্র রাজত্বে।

এসময় শোষণহীন ও অসাম্প্রদায়িক দেশের স্বপ্ন নিয়ে জাফর যোগ দেয় দুর্নিবার আন্দোলন সংগ্রামে।

জাফরের আত্মত্যাগের প্রেরণায় মুগ্ধ হয় তারই দলের আরেক কর্মী অনিলা।
প্রতিবাদী চরিত্রের জাফরকে নিজের জীবনসঙ্গী করে নেয়। কিন্তু সময়ের সাথে বদলে যেতে থাকে জাফর। অর্থের লালসা ও সম্মানের মিথ্যা মোহ পেয়ে বসে তাকে।

এমন জাফরকে ভালবাসেনি অনিলা। তার ও দলের সাথে জাফরের দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে বিচ্ছেদ ঘটে জাফর-অনিলার। বিচ্ছেদের পর জাফরের ভ্রম কাটে। নিজের সাথে দ্বন্দ্বে জড়িয়ে খুঁজতে থাকে আপন গন্তব্য।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৃহস্পতিবার মঞ্চস্থ হয় কথক থিয়েটারের নাটক গন্তব্য। নাটকটি রচনা ও নির্দেশনা করেছেন নাট্যকার শোভনময় ভট্টাচার্য।

আদর্শ বিসর্জন দিয়ে পথ চললে সাফল্য আসে হয়তো,কিন্তু একসময় ব্যক্তি একলা হয়ে পড়ে। মোহভঙ্গ হলে অর্ন্তদ্বন্দ্বে জড়িয়ে স্থির ঠিকানা খুঁজে পায়না মন। এমন চিন্তারই জন্ম দেয় গন্তব্য নাটকটি।

নাটকে জাফর চরিত্রে অভিনয় করেছেন নাট্যকার শাহ আলম ,অনিলা চরিত্রে সাজেদা আকতার।

বাংলাদেশ সময়:২০০৫ ঘন্টা,ডিসেম্বর ১১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।