চট্টগ্রাম: মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেল চারটায় বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। মুখ্য আলোচক থাকবেন শহীদ জায়া বেগম মুশতারি শফি।
সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমি মিলনায়তনে মঞ্চায়ন হবে একাত্তরের গণহত্যা নিয়ে শিল্পকলা একাডেমী রেপার্টরী নাট্যদলের নাটক ‘বধ্যভূমি’।
নাটকটি রচনা করেছেন প্রদীপ দেওয়ানজী। নির্দেশনা দিয়েছেন মোসলেম উদ্দিন সিকদার। সমন্বয়কারী সাইফুল আলম বাবু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুজিত দাশ বাপ্পী, শাহীনুর সরোয়ার, সাইফুল আলম, তৌহিদ হাসান ইকবাল, কঙ্কণ দাশ প্রমুখ।
এছাড়াও ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী চিত্রপ্রদর্শনী শিল্পকলা একাডেমীর শিল্পাচার্য জয়নুল আবেদীন গ্যালারী ও পটুয়া কামরুল হাসান গ্যালারীতে প্রদর্শিত হবে।
১২ ডিসেম্বর (শুক্রবার) চিত্রাংকন প্রতিযোগিতা ও ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪