ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইস্ট ডেল্টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
ইস্ট ডেল্টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)’তে ২০১৫ সালের স্প্রিং সেমিস্টারের ভর্তি পরীক্ষা নগরীর প্রবর্তক সেন্টারের বর্ধিত একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে প্রচুর সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার ফলাফল ইডিইউর নিজস্ব ওয়েব সাইট www.eastdeltaeastdelta.edu.bd থেকে জানা যাবে।  

ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইডিইউ’র প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সিকান্দার খান, ডীন অব ফ্যাকাল্টিজ অধ্যাপক ওবায়দুল করিম, রেজিস্ট্রার শাফায়েত চৌধুরীসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা।


সাঈদ আল নোমান বলেন, ‘আমাদের এখানে ভর্তি হওয়ার প্রথম শর্ত পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে।   শিক্ষার্থীদের সংখ্যা নয়, ইডিইউ গুনগত মানের দিকে বেশি মনোযোগী। ’

তিনি আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী ভর্তি হলেও সেই ধারণা থেকে আমরা সরে এসেছি।   এখানে সীমিত সংখ্যক আসনে উচ্চ শিক্ষার সুযোগ পায় শিক্ষার্থীরা।

জুয়েল কুমার সাহা নামের এক শিক্ষার্থী বলেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। পছন্দের বিষয়ে উর্ত্তীণ হলে অবশ্যই পড়বো।

চলতি সেমিস্টারে বিবিএ, এমবিএ, ইংরেজী, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা।

সব ধরনের তথ্যের জন্য ০৩১-২৫১৪৪৪১-৩, ০১৭১৪-১০২০৬২ ও ০১৯৭৪-১০২০৬২ এই নম্বরে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।