চট্টগ্রাম: বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের দুই বছর পূর্তি উদযাপন করেছে মেডিকেল শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর ওয়েলফেয়ার (ওয়াইডাব্লিউ)।
শুক্রবার নগরীর জিইসি মোড়ের একটি কমিউনিটি সেন্টারে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করে সংগঠনটি।
একইদিনে সংগঠনের ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
এতে ওয়াইডাব্লিউ ছাড়াও ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমাম হোসাইন।
অনুষ্ঠানে বিগত সাংগঠনিক পরিষদকে পুনর্গঠিত করে আদনান মাহমুদকে প্রেসিডেন্ট, হামিদ হোছাইন আজাদকে জেনারেল সেক্রেটারি ও আতাউল হোসাইন লাবিবকে ট্রেজারার হিসেবে ঘোষণা করা হয়।
সমাজের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে ২০১২ সালের ১২ই ডিসেম্বর বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে ইয়ুথ ফর ওয়েলফেয়ার। এ পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ও নগর পর্যায়ে ১৭টি স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়োজন করেছে সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪