ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ওয়াইডাব্লিউর দূই বছর পূর্তি উদযাপন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
ওয়াইডাব্লিউর দূই বছর পূর্তি উদযাপন

চট্টগ্রাম: বর্ণাঢ্য আয়োজনে সংগঠনের দুই বছর পূর্তি উদযাপন করেছে মেডিকেল শিক্ষার্থীদের পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর ওয়েলফেয়ার (ওয়াইডাব্লিউ)।

শুক্রবার নগরীর জিইসি মোড়ের একটি কমিউনিটি সেন্টারে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করে সংগঠনটি।



একইদিনে সংগঠনের ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

এতে ওয়াইডাব্লিউ ছাড়াও ছয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে ছিল বিওয়াইএলসি গ্র্যাজুয়েট নেটওয়ার্ক (বিজিএন), মানবিক, ইরা, সাইনিং ইয়ুথ ক্লাব, বাংলাদেশ ইয়ুথ ডেভেলাপমেন্ট নেটওয়ার্ক (বিওয়াইডিএন)  এবং সহযাত্রীক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমাম হোসাইন।

অনুষ্ঠানে বিগত সাংগঠনিক পরিষদকে পুনর্গঠিত করে আদনান মাহমুদকে প্রেসিডেন্ট, হামিদ হোছাইন আজাদকে জেনারেল সেক্রেটারি ও আতাউল হোসাইন লাবিবকে ট্রেজারার হিসেবে ঘোষণা করা হয়।

সমাজের স্বাস্থ্য সেবার মানোন্নয়নের লক্ষ্যে ২০১২ সালের ১২ই ডিসেম্বর বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করে ইয়ুথ ফর ওয়েলফেয়ার। এ পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ও নগর পর্যায়ে ১৭টি স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়োজন করেছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।