ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম দু’তক্ষকসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
চট্টগ্রাম দু’তক্ষকসহ গ্রেপ্তার ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীতে বিরল প্রজাতির দু’টি তক্ষকসহ শহিদুল ইসলাম প্রকাশ ওয়াজেদ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ‍পুলিশ।

শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ ঢেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে তক্ষকসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ।



নগর গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওয়াজেদ বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার গাজীরঘাট গ্রামের শেখ মোহাম্মদ আলীর ছেলে।


ওয়াজেদের বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ, ১৯৭৪ এর ২৬ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
   
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।