ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ভূয়া সেনা সদস্য আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
সীতাকুণ্ডে ভূয়া সেনা সদস্য আটক ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আকবর হোসেন চৌধুরী প্রকাশ সাগর (২৪) নামে এক ভূয়া সেনা সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার বার আউলিয়া এলাকায় সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় থেকে সাগরকে আটক করা হয়েছে।



সীতাকুণ্ড থানার এস আই মো.বশির উদ্দিন বাংলানিউজকে জানান, সাগর ওই স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে নিজেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন পরিচয় দিয়ে বলেন, স্কুলে জঙ্গি কার্যক্রম চলছে। তাকে ভাটিয়ারির মিলিটারি একািডেমি থেকে পাঠানো হয়েছে।
সবুজ ওই স্কুলে জঙ্গি কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণে তাকে সেখানে চাকুরি দেয়ার দাবি জানায়। সাগরের কথাবার্তায় শিক্ষকদের সন্দেহ হলে তারা থানাকে বিষয়টি অবহিত করে।

এসময় পুলিশ এসে সাগরকে ধরে থানায় নিয়ে যায়। সাগরের বাবা নূরনবী সীতাকুণ্ডে একটি রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মচারী। তাদের বাড়ি নোয়াখালি সদর উপজেলার চাপরাশি হাট গ্রামে। এস আই বশির উদ্দিন বাংলানিউজকে বলেন, কথাবার্তায় সাগরকে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।