ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাড়ে ১৩ হাজার পরোয়ানা দ্রুত তামিলের তাগিদ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
সাড়ে ১৩ হাজার পরোয়ানা দ্রুত তামিলের তাগিদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে চট্টগ্রাম জেলায় আদালতের জারি করা ১৩ হাজার ৩৬৭টি পরোয়ানা দ্রুত তামিলের জন্য পুলিশের কাছে তাগাদা এসেছে।

শনিবার সকালে চট্টগ্রামের চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে অনুষ্ঠিত পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে এ তাগিদ দেয়া হয়েছে।



চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট মুন্সী মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার, চট্টগ্রাম রেলওয়ে অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল হাশেম, র‌্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিভিল সার্জন ও বন বিভাগের প্রতিনিধি এবং থানার ওসিরা উপস্থিত ছিলেন।

কনফারেন্সে বলা হয়, চট্টগ্রাম জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে বিভিন্ন মামলায় চার হাজার ৩৯৩টি গ্রেপ্তারি পরোয়ানা এবং এক হাজার ১৬১টি ক্রোকি পরোয়ানাসহ মোট পাঁচ হাজার ৫৫৪টি পরোয়ানা জারি করা আছে।
আর জিআর মামলায় পরোয়ানা আছে সাত হাজার ৮১৩টি। এসব পরোয়ানা দ্রুত তামিল হওয়া প্রয়োজন।

এতে বক্তারা বলেন, অপেক্ষমাণ পরোয়ানাগুলো তামিল হলে মামলা দ্রুত নিষ্পত্তি হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ‍ডিসেম্বর ১৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।