ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বুদ্ধিজীবীদের স্মরণে পেশাজীবী সমন্বয় পরিষদের প্রদীপ প্রজ্জ্বলন

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
বুদ্ধিজীবীদের স্মরণে পেশাজীবী সমন্বয় পরিষদের প্রদীপ প্রজ্জ্বলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। অর্থনৈতিক ও সামাজিক এ নতুন মুক্তিযুদ্ধে জয়ী হয়ে জনগণকে দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।



শনিবার সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের উদ্যোগে প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত এই প্রদীপ প্রজ্জলনে পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় প্রদীপ প্রজ্জ্বলনের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অতীতের মত এখনও প্রগতির জয় হবে এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে বক্তারা আরও  বলেন,বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। ইতোমধ্যে একাধিক যুদ্ধাপরাধীদের বিচারের রায় দিয়েছে ট্রাইবুন্যাল। এখন সময় এসেছে রায় কার্যকর করার।

রাজনীতির নামে নৈরাজ্য সৃষ্টিকারী সংগঠনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান পেশাজীবী নেতারা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেশাজীবী নেতা ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন,চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন,সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী,পেশাজীবী সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী,সাংবাদিক সৈয়দ খালেদ হায়াত,পেশাজীবী নেতা আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, এডিশনাল পিপি অ্যাড. চন্দন তালুকদার, রাজনীতিবিদ নুরুল আমিন, মহানগর  পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, কাউন্সিলর অ্যাড. রেহেনা কবির রানু, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক ফারুক তাহের,প্রকৌশলী অভিজিৎ দেব, সাংবাদিক হেলাল সিকদার,আমিনুল ইসলাম মুন্না,তাজুল ইসলাম পলাশ,কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী,অ্যাড.জান্নাত শাহানা চৌধুরী,অ্যাড. মো. নাসির উদ্দিন, অ্যাড. সুধীর চৌধুরী,অ্যাড. শফিউল আলম,অ্যাড. হোসাইন রানা,মানবাধিকার সংগঠক তারেক খান চৌধুরী,খেলাঘর সংগঠক মোর্শেদুল আলম চৌধুরী,দীলিপ দাস,অমিতাভ সেন,রুবেল দাস প্রিন্স,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা আসিফ চৌধুরী,ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী,আলী রেজা পিন্টু,শফিউল আজক জিপু,শাকিব চৌধুরী,সাবেত নোমান,আবু তালেব,ফাইট ফর উইমেন রাইটসের পক্ষে শামীম আরা লিপি,সেলিনা আকতার,নুরুন নাহার মায়া প্রমুখ।

বাংলাদেশ সময়:২১২৭ ঘন্টা,ডিসেম্বর ১২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।