ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবিতে সংঘর্ষের ঘটনায় সিন্ডিকেটের জরুরী বৈঠক

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
চবিতে সংঘর্ষের ঘটনায় সিন্ডিকেটের জরুরী বৈঠক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে তাপস সরকার নামে এক ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় জরুরী সিন্ডিকেট বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার সন্ধ্যা ছয়টায় এ জরুরী বৈঠক আহবান করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।



উপাচার্য বাংলানিউজকে জানান, ছাত্রলীগের অন্তঃকোন্দলের জন্য শিক্ষার্থী নিহতের ঘটনায় জরুরী বৈঠকে ডাকা হয়েছে।   এতে সিদ্ধান্ত নেয়া হবে বিশ্ববিদ্যালয় খোলা রাখা হবে নাকি বন্ধ করে দেয়া হবে।


এজন্য পুলিশ প্রশাসনকে আইনী ব্যবস্থা গ্রহণের ও নিহত ছাত্রের মৃতদেহ তার পরিবারের নিকট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।