ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জীবন থেকেই অবসরে গেলেন শিক্ষাবিদ শাহিদা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
জীবন থেকেই অবসরে গেলেন শিক্ষাবিদ শাহিদা

চট্টগ্রাম: চাকরি থেকে অবসরের আগেই জীবন থেকে অবসর নিলেন চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের উপাধ্যাক্ষ শাহিদা আকতার (৬০)।

শনিবার রাত সাড়ে আটটায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।



চলতি মাসের শেষে  চাকরি থেকে তার অবসর নেওয়ার কথা ছিল।

শাহিদা আক্তার মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালাউদ্দিনের স্ত্রী।


মরহুমের পরিবার সূত্র জানায়, রোববার নোয়াখালী জেলার সোনাইমুড়ির বজরা ইউনিয়নের বদরপুরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম নগরীর আকবর শাহ মাজারের পাশে শহীদ লেন এলাকায় তার প্রথম জানাজা অনুষ্টিত হয়।

শাহিদা আকতার মৃত্যুর আগে চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম চারুকলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করেছেন।   তিনি স্বামী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বরেণ্য এই শিক্ষাবিদের মৃত্যুতে চট্টগ্রামের শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী এক বিবৃতিতে প্রফেসর শাহিদা আকতারের মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।