ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি ফটকে ছাত্রলীগের তালা

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
চবি ফটকে ছাত্রলীগের তালা ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: তাপস সরকারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছে ছাত্রলীগ।   বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।



সোমবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগায় ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন সিএফসি’র নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌলাহ’র পদত্যাগ ও ২৪ ঘণ্টার মধ্যে তাপস হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দেড় শতাধিক নেতাকর্মী নিয়ে অবস্থান করে দলটি।
 

চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক সুমন মামুন বাংলানিউজেকে জানান, তাপস হত্যার ২৪ ঘণ্টা পেরোলেও এখনো পর্যন্ত মূল হোতা আশাকে গ্রেপ্তার করা হয় নি।  

পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করা হলে ও প্রক্টর পদত্যাগ না করলে কঠোর আন্দোলন কর্মসিূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।