ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটায় সাদার্ন বিশ্ববিদ্যালয়কে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
পাহাড় কাটায় সাদার্ন বিশ্ববিদ্যালয়কে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পাহাড় কাটার দায়ে নগরীর বেসরকারি সাদার্ন বিশ্ববিদ্যালয়কে ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার ঢাকার সদর দপ্তরে শুনানী গ্রহণ শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর হোসেন প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করেন।



সাদার্ন বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধির উপস্থিতিতে শুনানী গ্রহণ করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান বাংলানিউজকে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, শুনানীতে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি পাহাড় কেটে এলাকার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে  জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, নগরীর বায়েজিদ থানার বাংলাবাজারের আরেফিন নগর এলাকায় সাইনবোর্ড লাগিয়ে পাহাড় কেটে ভবন নির্মাণের চেষ্টা করে সাদার্ন বিশ্ববিদ্যালয়।

ভবন নির্মাণের জন্য কোন অনুমোদন না থাকায় রাতের অন্ধকারে শ্রমিকদের দিয়ে পাহাড় কাটার কাজ করানো হতো।

ভবন নির্মাণের এই পাহাড়ি জায়গাটির মালিকানা নিয়েও বিরোধ রয়েছে। শাহীন আক্তার নামে এক নারী এই জায়গার মালিকানা দাবি করে পাহাড় কাটা বন্ধের জন্য বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করেছিল।

পাহাড় কাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরে করা অভিযোগে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শহীদুল আলম বাংলানিউজকে বলেন, পাহাড় কাটার ঘটনার বিষয়ে জানার পর আমাদের একটি পরিদর্শক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।   তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে সাদার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুনানীতে অংশ নিতে বলা হয়েছিল।

সনদ বিক্রি, মালিকানা দ্বন্ধ, আউটার ক্যাম্পাস খোলাসহ বিভিন্ন অভিযোগে গত সেপ্টেম্বরে ১২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করা হয়।

সাদার্ন ইউনিভার্সিটিও এই তালিকায় রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।