ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানত বিমানবন্দরে দুই ঘণ্টার বিদ্যুৎ বিপর্যয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
শাহ আমানত বিমানবন্দরে দুই ঘণ্টার বিদ্যুৎ বিপর্যয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দু’ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দু’টি ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার সাড়ে ৬টা থেকে ৮টা ২০ মিনিট পর্যন্ত বিমানবন্দরে বিদ্যুৎ ছিল না।

বিমানবন্দরের পাওয়ার ডিস্ট্রিবিউশন প্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়।

এসময় বিমানবন্দরের সার্বিক কাজে স্থবিরতা নেমে আসে।
বিদ্যুতের অভাবে সংকেত বাতি বন্ধ থাকায় বন্ধ থাকে বিমান চলাচল।

বিদ্যু‍ৎ বিপর্যয়ের কারণে ওমান এয়ারের একটি ফ্লাইটের সকাল আটটা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও  প্রায় ১৫ মিনিট বিলম্বে অবতরণ করে।

এছাড়া, ইউএস বাংলার একটি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যেতে প্রায় আধ ঘণ্টা বিলম্ব হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলম ভূঁইয়া বিদ্যুৎ সমস্যার ব্যাপারে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিদ্যুৎ বিপর্যয় চলাকালে দু’টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে। এতে সাময়িকভাবে কিছু অসুবিধার সৃষ্টি হলেও বর্তমানে সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।