ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বাংলাদেশে অপশক্তি জেগে উঠতে পারবেনা’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
‘বাংলাদেশে অপশক্তি জেগে উঠতে পারবেনা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বাংলাদেশে জঙ্গিবাদের মত অপশক্তি জেগে উঠতে পারবেনা বলে মন্তব্য করেছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

শনিবার (১৯ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বিজয় মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



জাবেদ বলেন, বীর শহীদদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ।   এই বাংলাদেশে জঙ্গিবাদের মত কোন অপশক্তি জেগে উঠতে পারবেনা।
  প্রধানমন্ত্রী জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন।   তার পাশে আমাদের সবাইকে সহযোদ্ধা হিসেবে থাকতে হবে।  

তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর যারা দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে তাদের কোন ক্ষমা নেই।   তাদের বিচার হবে।

‍মুক্তিযোদ্ধা অমল মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌ কমান্ডো অবসরপ্রাপ্ত কমডোর এ ডব্লিউ চৌধুরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট শফিউল বশর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ।  

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad