ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে নিরলসভাবে কাজ করছে সাংবাদিকরা’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
‘সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে নিরলসভাবে কাজ করছে সাংবাদিকরা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, নানা প্রতিবন্ধকতার মাঝেও জনগণের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

মঙ্গলবার টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের সেরা জেলা প্রশাসক সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

জেলা প্রশাসক বলেন, টিভি ক্যামেরা জার্নালিস্টদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। তবে সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে তা হচ্ছে না।
পেশাগত মান উন্নয়নে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সব উদ্যোগে পাশে থাকার আশ্বাস দেন তিনি।

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের আজীবন দাতা সদস্য ও চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আজীবন দাতা সদস্য শরফুদ্দিন চৌধুরী রাজু, সভাপতি সামশুল হক হায়দরী, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, এসএ টিভি ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আর টিভির ব্যুরো প্রধান সরোয়ার আলম বাবু।

অর্থ সম্পাদক দীপঙ্কর দাশ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক শামশুল আলম বাবু, সহ-সাধারণ সম্পাদক অমিত দাশ, সাংগঠনিক সম্পাদক মো. আবু জাহেদ, দপ্তর সম্পাদক বিপ্লব মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসান উল্যাহ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।